এবার করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৯:৩৪| আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৯:৫৬
অ- অ+
ছবি: সংগৃহীত

এবার করোনায় আক্রান্ত হয়েছে মাশরাফি বিন মর্তুজার কন্যা হুমায়রা মর্তুজা এবং ছেলে সাহেল মর্তুজা। মাশরাফির পরিবারের একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এরপর তার স্ত্রী, ছোট ভাই এবং বাবা-মা করোনায় আক্রান্ত হন। তবে, সকলে সুস্থ হয়ে উঠেছেন।

করোনায় আক্রান্ত হলেও হুমায়রা ও সাহেল ভালো আছে। তারা দুজনেই হোম কোয়ারেন্টাইনে আছে। শুরুতে তাদের শরীরে জ্বর থাকলেও বর্তমানে করোনার কোনো উপসর্গ নেই।

আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফি বিন মর্তুজা। বর্তমানে মিরপুরে বিসিবি প্রেসিডেন্ট কাপ চললেও মাশরাফি এই টুর্নামেন্টে খেলছেন না। তবে, আগামী নভেম্বরে ক্রিকেট মাঠে ফিরতে পারেন। মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু ওয়ানডে ফরম্যাটে খেলেন। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার মাধ্যমে ওয়ানডে ক্রিকেট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়েন মাশরাফি। তবে, তিনি অবসরের ঘোষণা দেননি।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা