ঝালকাঠিতে ৩১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ২০:২৭
অ- অ+

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়েছে জেলা মৎস্য বিভাগ। বুধবার সকালের এ অভিযানে ৩১ হাজার মিটার কারেন্ট জাল, ১১টি মাছ ধরার নৌকা ও ২৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, সকালে জেলেরা জাল ফেলে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ ধরছিল। আটটি অভিযানিক দল নদীতে গেলে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এ সময় ১১টি মাছ ধরার নৌকা, ৩১ হাজার মিটার কারেন্ট জাল ও ২৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়। নৌকাগুলো ডিসি পার্কে জব্দ করে রাখা হয়। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম ও নলছিটি সহকারী মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা