কোহলিদের নতুন স্পন্সর এমপিএল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২০, ১৬:০২
অ- অ+

আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগেই ভারতীয় দলের নয়া স্পন্সর পেয়ে গেল বিসিসিআই। ড্রিম ইলেভেনের পর ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চলেছে আরও এক ফ্যান্টাসি গেম সংস্থা।

বোর্ড সূত্রের খবর, আগামী তিন বছরের জন্য এমপিএল নামে এক ফ্যান্টাসি গেম সংস্থার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে। মেয়াদ চলতি বছররে নভেম্বর মাস থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত।

জানা গিয়েছে, চুক্তি অনুযায়ী ম্যাচ প্রতি ৬৫ লক্ষ টাকা ওই সংস্থার পক্ষ থেকে বোর্ডকে দেওয়া হবে। পাশাপাশি ‘অফিসিয়াল মার্চেন্ডাইজ’ বাবদ বার্ষিক তিন কোটি টাকা পাবে বিসিসিআই। এছাড়া ওই মার্চেন্ডাইজ বিক্রির উপর সিজন প্রতি ১০ শতাংশ রাজস্বও পাবে বোর্ড। ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলিদের জার্সিতে দেখা যাবে নতুন স্পন্সরের লোগো।

নতুন স্পন্সর জোগার হলেও আগের তুলনায় আয় কমতে চলেছে বোর্ডের। বিসিসিআইয়ের সদ্য প্রাক্তন স্পন্সর নাইকি ম্যাচ প্রতি ৮৭ লক্ষ টাকা দিত। এবার তা সরাসরি ২৫ শতাংশ কমছে। করোনা অতিমারীর জেরে বিশ্বব্যাপী আর্থিক বৃদ্ধির গতি ধাক্কা খাওয়া এর মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেটের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করেছে নাইকি। সেই জায়গায় অ্যাডিডাস, পুমার মতো সংস্থা প্রাথমিকভাবে স্পন্সরশিপে আগ্রহ প্রকাশ করলেও দরপত্র জমা দেয়নি।

(ঢাকাটাইমস/০২ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা