মোশাররফ করিমের ভক্ত নিক্সন চৌধুরী

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২০, ১৪:০৩| আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৪:০৯
অ- অ+

দেশের নামকরা টিভি তারকা মোশাররফ করিম। শুধু দেশে নয়, ওপার বাংলায়ও এই অভিনেতার অসংখ্য ভক্ত রয়েছে। এমনকী, দেশের অনেক নামকরা অভিনয়শিল্পী, ক্রিড়াবিদ ও রাজনীতিবিদও মোশাররফ করিমের ভক্ত। তাদেরই একজন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রিয় অভিনেতার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন তুখোড় এই রাজনীতিক। ক্যাপশনে লেখেন, তিনি মোশাররফ করিমের ভক্ত। ওই ছবিতে সাদা লুঙ্গি ও সাদা পাঞ্জাবিতে ধরা দিয়েছেন নিক্সন চৌধুরী। আর মোশাররফ করিমের পরনে সাদা রঙের টি-শার্ট এবং ধূসর রঙের গ্যাবাডি প্যান্ট।

নন্দিত অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে নন্দিত রাজনীতিক নিক্সন চৌধুরীর দেয়া ওই পোস্টটি মুগ্ধ করেছে নেটবাসীকে। হাজার হাজার অনুসারী নিক্সন চৌধুরীর সেই পোস্টে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন। প্রত্যেকেই জানাচ্ছেন, তারাও মোশাররফ করিমের ভক্ত। পাশাপাশি পোস্টটিতে পড়ছে হাজারে হাজারে লাইক ও লাভ ইমোজি।

ঢাকাটাইমস/০৮নভেম্বর/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা