৬০ লাখ টাকার ইয়াবাসহ ট্রাক চালককে ধরল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২৮ | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:০৯

আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ এক ট্রাক চালককে আটক করেছে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বুধবার রাতে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা ট্রাকটির চালকের সিটের পেছনে রাখা কাপড়ের ব্যাগ থেকে ১৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় নগদ ১৫হাজার টাকা পাওয়া যায়।

এই ঘটনায় বৃহস্পতিবার টেকনাফ মডেল থানায় হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসএই) মো. জসিম উদ্দিন মামলা করেছেন। মাদকদ্রব্য আইনে করা এই মামলায় একমাত্র আসামি করা হয়েছে আটক ট্রাক চালক বেলাল উদ্দিনকে। তার গ্রামের বাড়ি উখিয়ার ছোট ইনানী (বেলালের বাড়ি)।

আসামিকে আদালতে নেয়া হলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, পুলিশ কর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টিম ফাঁড়ি এলাকার মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ একটি খালি ট্রাক এলোমেলোভাবে আসতে দেখে সেটা থামানোর জন্য বলা হয়। কিন্তু চালক গতি না কমিয়ে ট্রাকটি বেপরোয়াভাবে চালাতে থাকলে পুলিশ তার পিছু নেয়। এক পর‌্যায়ে ট্রাক চালক বেলাল উদ্দিনকে ধরে ফেলে পুলিশ।

চালকের এমন আচারণে সন্দেহ হলে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। পরে চালকের সিটের পেছনে কাপড়ের একটি ব্যাগ থেকে ১৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো নীল রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো ছিল।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক জসিম উদ্দিন ঢাকা টাইমসকে বলেন, আমরা যে পরিমাণ ইয়াবা উদ্ধার করেছি তার আনুমানিক মূল্য ৫৮লাখ ৬৫হাজার টাকা। থানায় মামলার পর আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছে।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/বিইউ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

২৩ বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিঃসঙ্গ নারীকে টার্গেট করে প্রেমের ফাঁদ, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা

সেই মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

নওগাঁয় আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২১ 

অবিবাহিত বলে চাকরি, স্ত্রীর অভিযোগে ফেঁসে গেলেন এএসপি ইমরান

জুতা রাখা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ী সাবেরকে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিলের অনুমোদন দুদকের

চুরির মামলা তদন্তে নেমে একে একে মিলল ৫ অস্ত্র

শিল্পী পরিচয়ে ভয়ংকর মাদক কারবারে গায়ক রেবেল, কাজ করতেন ‘ভাইজানের’ হয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :