১৩ ঘণ্টা পর সিলেটের পথে ট্রেন চলাচল শুরু

ট্রেন লাইনচ্যুতির কারণে বন্ধ থাকার ১৩ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার দিবাগত রাত একটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুর ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুরে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এরপর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়। চট্টগ্রাম থেকে সিলেটে যাওয়ার পথে মাধবপুরের শাহজীবাজার রেল স্টেশনের কাছে পৌঁছালে তেলবাহী চারটি বগি লাইনচ্যুত হয়।
এ সময় ট্রেনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধারকারী ট্রেন গিয়ে ঘটনাস্থলে কাজ শুরু তরে। রাত একটার দিকে উদ্ধারকাজ সমাপ্ত হওয়ার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এমআর

মন্তব্য করুন