পটিয়ার মুজিব কাননে স্মৃতিফলকের উদ্বোধন ১৬ ডিসেম্বর

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০, ১৮:৩৮
অ- অ+

চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজিবকাননে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে ১৬ ডিসেম্বর নতুন স্মৃতিফলকটির উদ্বোধন ও মুজিববর্ষের ফুটবল ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী।

মুজিববর্ষ বিজয় দিবস উপলক্ষে ১৫ আনসার ব্যাটালিয়ন পরিদর্শন ও ১৬ ডিসেম্বর প্রস্তুতি সভায় শুক্রবার ১৫ আনসার ব্যাটালিয়ন, সদর দপ্তর, পটিয়া, চট্টগ্রাম মুজিব কাননে উন্নয়ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন মোহাম্মদ আবদুল আউয়াল, পরিচালক, ১৬ আনসার ব্যাটালিয়ন।

তিনি ১৫ ও ১৬ আনসার ব্যাটালিয়নের যৌথভাবে চলমান স্পেশাল অপারেশনের উন্নয়ন কার্যক্রম , মুজিব কানন ব্যাডমিন্টন কোট, হাসের খামার, মাছের প্রজেক্ট, সবজি বাগান, ফুলের বাগান, রোহিঙ্গা স্থানান্তর উপলক্ষে নির্মিত গুরুত্বপূর্ণ সকল স্থাপনাসহ মুজিব কানন পাদদেশে সম্মান জ্ঞাপন ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

তিনি রোহিঙ্গা ভাসানচরে সফলভাবে স্থানান্তরে ১৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, এএসএম আজিম উদ্দিনের ভূমিকা এবং কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। তিনি ১৫ আনসার ব্যাটালিয়নের বিএইচএম রেজিঃ নং-৩৫৬৬৮৪, প্লাটুন কমান্ডার, নুরুল ইসলামকে শ্রেষ্ঠ বিএইচএম হিসেবে পদক ও সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য তার সুদীর্ঘ কর্মজীবন সম্পর্কে সকলের সম্মুখে ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে অধিনায়ক এএসএম আজিম উদ্দিন আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান কর্মসূচির প্রস্তুতিমূলক বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেদিন দূরে নয়, যখন আমরা দেশের সমুদ্রসীমার বাইরেও নিরাপত্তা দিতে পারবো: এম সাখাওয়াত হোসেন
সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে
দাবি বাস্তবায়নের আশ্বাসে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
সাতক্ষীরায় বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা