রিয়ালকে হারিয়ে সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাও

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২১, ০৯:১৮| আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০৯:৩২
অ- অ+

স্প্যানিশ সুপার কাপ থেকে বিদায় নিল জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। হেরেছে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জিনেদিন জিদানের শিষ্যদের ২-১ গোল ব্যবধানে হারিয়েছে বিলবাও। দলের হয়ে দুটি গোল করেনে রাউল গার্সিয়া। এদিকে করিম বেনজেমার পা থেকে রিয়ালের একমাত্র গোলটি এসেছে।

সুপার কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ জিতে ইতোমধ্যেই ফাইনালের টিকেট কেটে রেখেছে বার্সেলোনা। ফলে আগামী রবিবার রাতে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে বার্সা-বিলবাও একে অপরের মুখোমুখি হবে।

জয়ের উদ্দেশে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে গতকাল রাতে মাঠে নামে রিয়াল। বল দখলেও বেশ এগিয়ে ছিল দলটি। কিন্তু গোল দেওয়ার মতো কোনো আক্রমণ করতে পারেনি। উল্টো ১৮তম মিনিটে গোল পেয়ে যায় অ্যাথলেটিক বিলবাও। ডি-বক্সের ভেতরে বল পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে ফাঁকি দেন রাউল গার্সিয়া। প্রথমার্ধের ৩৮তম মিনিটের মাথায় সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের জন্য মরিয়া হয়ে উঠে লিগ চ্যাম্পিয়নরা। অবশেষে ৭৩তম মিনিটে জালের দেখা পায় রিয়াল। ডান দিক থেকে সতীর্থের হেডে বাড়ানো বল প্রতিপক্ষের পা ছুঁয়ে গোলমুখে পেয়ে টোকায় জালে জড়ান বেনজেমা।

বাকি সময়ে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে রিয়াল। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিক বিলবাও।

ঢাকাটাইমস/১৫জানুয়ারি/ এমএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা