প্রেমের কারণে মায়ের হাতে মেয়ে খুন

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৮| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭
অ- অ+

প্রেমের কারণে মায়ের ধারালো ছুরির আঘাতে প্রাণ গেল আতিকা সুলতানা (১৭) নামে এক কিশোরীর। এ ঘটনায় মা হামিদা বেগমকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণউল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

আতিকা সুলতানা ভরতখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। আতিকা দক্ষিণউল্লা গ্রামের আমিনুল ইসলাম কারীর মেয়ে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন। তিনি জানান, আতিকা সুলতানার স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের বিষয়টি মেনে নিতে পারেননি আতিকার পরিবার। এ নিয়ে শুক্রবার বিকালে আতিকার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মা হামিদা বেগম। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মা হামিদা বেগম ধারালো ছুরি দিয়ে আতিকের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আতিকার মৃত্যু হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত হামিদা বেগমকে আটক করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক
নিহত শিক্ষক মাহরিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত, ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা