সিংগাইরের মেয়র হলেন আ.লীগের বাসার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৬
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে ১২ হাজার ৬০৩ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগের আবু নাঈম মো. বাসার মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খোরশেদ আলম ভুঁইয়া জয় পেয়েছেন হাজার এক হাজার ৭১৯ ভোট।

রবিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

তিনি জানান, পৌর এলাকার ১১টি ভোট কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ২২ হাজার ৬৮৫ ভোটের মধ্যে মেয়র পদে ১৬ হাজার ৪১ ভোট পড়েছে। এর মধ্যে আওয়ামী লীগের আবু নাঈম মো. বাসার পেয়েছেন ১৪ হাজার ৩২২ ভোট, অপরদিকে বিএনপির খোরশেদ আলম ভুঁইয়া জয় পেয়েছেন এক হাজার ৭১৯ ভোট।

তিনি আরো জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে গড়ে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা