ভৈরবে মেঘনা-ব্রহ্মপুত্রের পাড়ে বিআইডব্লিউটি'র উচ্ছেদ অভিযান

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ১৭:৫৯| আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৮:০৯
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের পাড়ে বিআইডব্লিউটিএ’র কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অর্ধশত দোকানঘর উচ্ছেদ করেছে। এসময় নদীরপাড়ে মজুত থাকা বালু পাথর, ময়লার স্তুপ বেকু চালিয়ে নদীতে ফেলে দেয়।

বুধবার বেলা ১১টা থেকে রেলওয়ে মেঘনা সেতু সংলগ্ন ভৈরব বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।

অভিযানটি পরিচালনা করেন বিআইডব্লিউটিএ'র উপ- পরিচালক শহীদুল্লাহ।

তিনি জানান, মেঘনা ও ব্রহ্মপুত্রের দূষণ রোধে আজকের এই অভিযান। অভিযান চালানোর আগে এলাকায় দুদিন আগে মাইকিং করা হয়েছে। নদীর পাড়ের অবৈধ দোকানদাররা মিথ্যে অভিযোগ করছে। সরকারি জায়গায় কাজের ব্যাঘাত হয় এমন স্থানে দোকানদাররা দোকান নির্মাণ করতে পারেনা।

তিনি আরো জানান, দুই দিনব্যাপী এই অভিযানের ফলে আজ নদীরপাড়ে আবর্জনা ফেলে ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে। আগামী বৃহস্পতিবার স্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও তিনি জানান।

এদিকে উচ্ছেদ চলাকালে নদীপাড়ের কয়েকজন দোকানদার অভিযোগ করে বলেন, ‘আমাদের পূর্ব নোটিশ ছাড়া কোনো সময় না দিয়ে হঠাৎ এ অভিযান চালানো হয়।’

এতে দোকানের মালামালসহ কয়েকজন দোকানীর প্রায় আট লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ'র ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল, ট্রাফিক ইনস্পেক্টর জসীম উদ্দিন ও ভৈরব নৌ-থানা পুলিশ।

(ঢাকাটাইমস/৩মার্চ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা