দিনাজপুরে আদালতপাড়ায় আইনজীবীদের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১৮:৩১
অ- অ+

কমিটির মেয়াদ শেষ না হতেই আবারও নির্বাচন দাবি করাকে কেন্দ্র করে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক কমিটির সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আইনজীবী হাবিবুলাহ, সারোয়ার, রাজুসহ পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমান কমিটির মেয়াদ শেষ না হতেই নির্বাচনের দাবিতে সাবেক কমিটির সদস্য অবস্থান কমসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করার সময় বর্তমান কমিটির সদস্যদের সাথে বাক-বিতণ্ডায় জডিয়ে পড়ে। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ।

উল্লেখ্য, বর্তমান কমিটির আরো পাঁচ মাস মেয়াদ রয়েছে। পূর্বের কমিটির বিরুদ্ধে সাডে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছে বর্তমান কমিটির।

এ নিয়ে দীর্ঘদিন ধরে বর্তমান কমিটি ও পূর্বের কমিটির মধ্যে দ্বন্দ্ব ও বিবাদ চলে আসছে। এরই ধারাবাহিকতায় এই সংঘর্ষ।

(ঢাকাটাইমস/৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা