হালদা নদীতে অভিযান, দুই হাজার মিটার জাল জব্দ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ১১:৪১| আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১২:০৭
অ- অ+

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নদীর সাত্তারঘাট থেকে নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

গত মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম রুহুল আমিন এ অভিযান চালায়। একই সময়ে হালদার পাড় কেটে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ট্রাক্টরও অকেজো করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় মা মাছ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ নদীর সাত্তারঘাট থেকে নাজিরহাট এলাকায় অভিযান চালানো হয়।

হাটহাজারী ইউএনও বলেন, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত হালদা নদীতে এপ্রিল মাস থেকে ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে। এজন্য মা মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে। আবার মা মাছ শিকারের জন্য চোরা শিকারিরাও তৎপর। তাই অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে।

অভিযানে আনসার সদস্য, সমাজকর্মী শেখ মোরসেদুজ্জামান ও আইডিএফ সদস্যরা সহযোগিতা করেছেন বলে উপজেলা প্রশাসন জানায়।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা