ব্রাজিলের সেই ভক্তকে অটোগ্রাফ দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২১, ১১:০৪| আপডেট : ২১ জুন ২০২১, ১১:২১
অ- অ+

মাতৃভূমি ব্রাজিল হলেও প্রিয় ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এজন্যই নিজের পিট জুড়ে সময়ের অন্যতম সেরা এই তারকা ফুটবলারের ট্যাটু করেছেন এক ‘পাগল’ মেসি ভক্ত। আর তাতেই ভাইরাল বনে গেছেন তিনি। এবার সেই ভক্তের সঙ্গে দেখা করার পাশাপাশি অটোগ্রাফও দিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

২০১৭ সালে স্প্যানিশ লা-লিগার এক ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ সময়ে গোল করে জার্সি খুলে উদযাপন করেছিলেন লিওনেল মেসি। ওইদিন বার্সেলোনার ৩-২ গোলে জেতার পর মেসির এই উদযাপনের ছবি, ভিডিও সাড়া দুনিয়াতেই জনপ্রিয়তা পেয়েছিল বেশ।

সেই ছবির ট্যাটুই করেছেন এই মেসি ভক্ত। এতে তাকে খরচ করতে হয়েছে প্রায় দুই হাজার ডলার। সেই সঙ্গে ৩৬ ঘণ্টার ব্যথা সহ্যও করতে হয়েছে।

প্রিয় তারকার জন্য এমন অদ্ভুদ কাণ্ড ঘটনার পর তাকে সেটা না দেখালে যেন পাগলামির ষোলো আনা পূর্ণ হয় না। সেজন্যই কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে উরুগুয়ের বিপক্ষে জেতার পর মেসিদের বাহবা এবং নিজের পাগলামি দেখাতে হাজির হন তিনি। সেদিন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকার সঙ্গে দেখা করতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ভাইরাল হন ওই আর্জেন্টিনা সমর্থক।

ব্রাজিলের ওই ভক্ত ফের হাজির হয়েছিলেন ব্রাসিলিয়ায় আর্জেন্টিনার টিম হোটেলের সামনে। অনুশীলনে যাওয়ার সময় মেসির নজরে পড়লে পথ বদলে এসে তিনি অটোগ্রাফ দিয়েছেন ‘পাগল’ভক্তকে।

(ঢাকাটাইমস/২১জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা