দুই প্রজন্ম একসঙ্গে

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২১, ১৩:১৪
অ- অ+

নব্বইয়ের দশকের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার ডলি সায়ন্তনী। ১৯৯২ সালে ‘উত্থান পতন’ থেকে শুরু করে ‘কুলি’, ‘টাইগার’, ‘ম্যাডাম ফুলি’, ‘পাগলা ঘণ্টা’, ‘অনন্ত ভালোবাসা’সহ এ পর্যন্ত সাত শতাধিক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া তার ১৫টি একক অ্যালবাম এবং ১০০টির উপরে দ্বৈত ও মিশ্র অ্যালবাম রয়েছে।

অন্যদিকে, এ প্রজন্মের সবচেয়ে আলোচিত গায়ক ইমরান মাহমুদুল। পাশাপাশি তিনি সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও পরিচিতি পেয়েছেন। চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে উঠে আসা এই গায়ক সমানে গান গেয়ে চলেছেন সিনেমায়। এছাড়া তার বেশি কিছু একক ও মিশ্র অ্যালবামও বের হয়েছে। তরুণ সংগীতপ্রেমীদের কাছে তিনি একটা ব্র্যান্ড।

আলোচনার বিষয় হচ্ছে, দুই প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পী ডলি সায়ন্তনী এবং ইমরান মাহমুদুল এবার গান গাইলেন একই সঙ্গে। প্রথমবার জুটি বাঁধলেন তারা। ‘ভুল মানুষ’ নামে একটি সিনেমায় ‘দুহাত বাড়াও’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও ডলি সায়ন্তনী। সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

‘বলি বলি করে যে কথা হয়নি তোমাকে বলা, চলি চলি যে পথে হয়নি দুজনের চলা- এমন কথার রোমান্টিক গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ।

গানটি প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘ইমরান বরাবরই ভালো গান করে। একসঙ্গে গান করার কারণে খুব কাছ থেকে তা দেখেছি। এটি দুজনের প্রথম গান। গানের কথাও চমৎকার। আশা করি ভালো কিছু হবে।’

অন্যদিকে ইমরান বলেন, ‘ছোটবেলা থেকেই ডলি আপার গান শুনে আসছি। এবার প্রথমবারের মতো তার সঙ্গে গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। রেকর্ডিংয়ের অভিজ্ঞতাও অসাধারণ। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

ঢাকাটাইমস/২৪জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা