সেরা গোলকিপার মার্টিনেজ

দীর্ঘ ২৮ বছর পর লাতিন আমেরিকা ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনা শিরোপা জেতানোর ক্ষেত্রে লিওনেল পরে সবচেয়ে বেশি অবদান লুমিলিয়ানো মার্টিনেজের। আর সেই পুরস্কার স্বরুপ সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টের সেরা গোলকিপার হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। পেয়েছেন গোল্ডেন গ্ল্যাভস অ্যাওয়ার্ড।
গ্রুপপর্ব এবং সেরা আটের লড়াইয়ে সহজে পার হয়ে গেলেও সেমিফাইনালে কলম্বিয়ার কাছে আটকেই গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে দলের জন্য ত্রাতা হয়েই আসেন মার্টিনেজ। প্রতিপক্ষের ফুটবলারদের নেয়া ৫টি শটের মধ্যে তিনটিই রুখে দেন তিনি। আর তাতেই ফাইনালে উঠে যায় আলবেসেলেস্তেরা।
ফাইনালে পুরো ম্যাচে অন্তত ১৩টি শট গোলের উদ্দেশ্যে করেছিল ব্রাজিল। যার মধ্যে দুইটি ছিল লক্ষ্য বরাবর। বিশেষ করে ম্যাচের ৮৭ মিনিটের সময় ডি-বক্সের ভেতরে বাম পাশ থেকে বুলেট গতির শট নিয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা তথা গ্যাবিগোল। দুর্দান্ত ক্ষিপ্রতায় সেই শট ঠেকান এমিলিয়ানো।
(ঢাকাটাইমস/১১জুলাই/এমএম)

মন্তব্য করুন