টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫২ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩২

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মিরপুরে আজ অপরিবর্তিত দল নিয়ে খেলবে মাহমুদউল্লাহরা। তবে উইনিং কম্বিনেশন ভেঙে দুইটি পরিবর্তন রেখেছেন টম লাথাম। চতুর্থ ম্যাচে জায়গা হারিয়েছেন জ্যাকব ডাফি ও স্কট কুগ্গেলেইজন। তাদের জায়গায় ফিরেছেন পেসার হাশিম বেনেট ও ব্লেয়ার টিকনার।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অল্প রানে গুটিয়ে বড় ব্যবধানের হারে সিরিজ শুরু করেছিল নিউজিল্যান্ড। পরের ম্যাচেই লড়াই জমিয়ে তুলে তারা। তৃতীয় ম্যাচে গিয়ে বাংলাদেশকেই হারায় বড় ব্যবধানে। লজ্জার রেকর্ডের স্বাদ দিয়ে কিউইরা ফিরে সিরিজে। এঅবস্থায় সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

কিউইরা জানে, নিজেদের মাঠে ৭৬ রানে গুটিয়ে যাওয়ার জবাব কঠিনভাবে দিতে চাইবে মাহমুদউল্লাহর দল। অবশ্য আজ মিরপুরে বাংলাদেশের চোখ থাকবে সিরিজ জয়ের তেমনি সিরিজে ফিরতে মুখিয়ে রয়েছেন সফরকারীরা।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার ), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :