ডাচদের বিশ্বকাপ স্কোয়াডে ডেসকাট-মারউয়ি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২১, ১০:১৮| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৮
অ- অ+

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পিটার সিলারকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। চমক দিয়ে দলে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট। ২০১৯ সালের পর ডাচদের দলে ফিরলেন তিনি।

ঘোষিত দলে জায়গা হয়নি মাইকেল রিপ্পন, টম কুপারদের। আইপিএলে কোলকাতার হয়ে খেলা ডেসকাটের মত দলে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা রোলফ ভ্যান ডার মারউয়ি। দলে রয়েছে দারুণ কিছু পেস বোলার। বিশ্বকাপে ডাচদের রিজার্ভ হিসেবে থাকছেন তবিস ভিসে ও শেন স্নেটার।

আমিরাত বিশ্বকাপে নেদারল্যান্ডকে শুরুতে পেরোতে হবে রাউন্ড পর্ব। তারা গ্রুপ ‘এ’ থেকে শ্রীলংকা, আয়ারল্যান্ড এবং নামিবিয়ার সঙ্গে লড়বে। সেরা দুই দলের একটি হতে পারলে আসরের মুল পর্বে অর্থাৎ সুপার টুয়েলভের অংশ হতে পারবে তারা।

দল নিয়ে উচ্ছ্বসিত তাদের কোচ রায়ান ক্যাম্পবেল, ‘আমি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের জন্য দল দিতে পেরে উচ্ছ্বসিত। চাকরিটি গ্রহণ করার পর এটি সম্ভবত আমার সবচেয়ে কঠিন নির্বাচন প্রক্রিয়া। আমরা সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে, আমি তাদের নিয়ে উচ্ছ্বসিত।’

নেদারল্যান্ডস স্কোয়াড: পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারমান, ফিলিপি বইসেভেইন, বাস ডি লিডি, পল ভ্যান মিকিরিন, বেন কুপার, মাক্স ও’ডাউড, এসকট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ভ্যান ডার গুগটেন, রোলফ ভ্যান ডার মারউয়ি, ব্রান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, স্টিফেন মাইব্রুগ।

রিজার্ভ: তবিস ভিসে, শেন স্নেটার।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা