বন্ধুর প্রেমিকের সঙ্গেও ঘনিষ্ঠ হয়েছিলেন রণবীর

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৩
অ- অ+

বলিউডে রণবীর কাপুর ‘লেডি কিলার’ হিসেবে পরিচিত। সুন্দরীদের প্রেমের ফাঁদে ফেলাতে তার জুড়ি নেই। সুন্দরীরাও তার চকোলেট লুকে ফিদা। ইন্ডাস্ট্রিতে রণবীরের প্রেমিকার সংখ্যা নেহাত কম নয়। এই তালিকায় ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, বিপাশা বসু ও সোনম কাপুররা অন্যতম।

রণবীরের সবশেষ প্রেমিকা হালের অন্যতম সেনসেশন আলিয়া ভাট। গত চার বছর ধরে তারা সম্পর্কে রয়েছেন। তবে শুধু ক্যাটরিনা, দীপিকা বা আলিয়া নয়, ঋষি কাপুর-পুত্র সম্পর্কে জড়িয়েছিলেন তার এক বন্ধুর প্রেমিকার সঙ্গেও। তার সঙ্গে নাকি ঘনিষ্ঠও হয়েছিলেন।

বলিউডের বিখ্যাত পরিচালক ও প্রযোজক করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’ সেলিব্রেটি টক শোর একটি পর্বে হাজির হয়ে এমনটা নিজেই স্বীকার করেছিলেন রণবীর কাপুর। ওই পর্বের অতিথি তালিকায় রণবীর সিংও ছিলেন। যিনি বর্তমানে রণবীর কাপুরের সাবেক প্রেমিকা দীপিকার স্বামী। এছাড়া ছিলেন অর্জুন কাপুর।

‘কফি উইথ করণ’ অনুষ্ঠান হচ্ছে বলিউডের বিতর্কের অন্যতম আঁতুড়ঘর। এটির সঞ্চালক করণ জোহরের সামনে অতিথির আসনে বসে বিতর্ক থেকে নিজেকে দূরে রাখা তারকারাও অনেক সময় বেফাঁস মন্তব্য করে ফেলেন। রণবীর কাপুরও ঠিক তাই করেছিলেন।

ওই পর্বে দুই রণবীরের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব খেলেছিলেন করণ জোহর। তার জন্য তিনি অর্জুনের সাহায্য নিয়েছিলেন। খেলার নিয়ম ছিল, করণের প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হলে দুই রণবীরকে অর্জুনের গালে চুমু খেতে হবে।

এর পরই করণ প্রশ্ন করেন, ‘কখনও কোনো বন্ধুর প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন?’ এর উত্তরে রণবীর সিং চুপ থাকলেও রণবীর কাপুর চুমু খেয়ে বসেন অর্জুনের গালে। অর্থাৎ, তিনি বন্ধুর প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন। যদিও সেই বন্ধু এবং প্রেমিকার পরিচয় প্রকাশ করেননি অভিনেতা।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা