মন্ত্রিসভা সম্প্রসারণ তালেবানের, এবারও নেই কোনো নারী

অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে তালেবান। মঙ্গলবার নতুন করে আরও কয়েকজন মন্ত্রী নিয়োগ দেয়ার পাশাপাশি নিয়োগ দেয়া হয়েছে উপ-মন্ত্রীদের। এর আগে ৩৩ সদস্যের অন্তর্বীকালীন মন্ত্রিসভা ঘোষণা করেছিল তালেবান। তবে গতবারের মত এবারও মন্ত্রিসভায় কোনো নারী জায়গা পাননি। যদিও বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা চলছে। সূত্র: আল জাজিরা।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তালেবান। তারা গুটি কয়েক দেশের সমর্থন পেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃহৎ পরিসরে সমর্থন এখনও পায়নি তারা। বিশ্বনেতারা বলছেন, তালেবানের কাজ দেখেই তবে তাদের স্বীকৃতি দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। কিন্তু তালেবান এখন পর্যন্ত যেসব উদ্যোগ গ্রহণ করেছে তা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়নি। নারীদের ব্যাপারে নেয়া তালেবানের বিভিন্ন উদ্যোগের ব্যাপক সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক আঙিনায়।
মন্ত্রিসভা সম্প্রসারণের ব্যাপারে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডিফেন্ড করেছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, ‘মন্ত্রিসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের জায়গা দেয়া হয়েছে। নারীদেরও পরে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে।’
আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘আমাদের সরকারকে স্বীকৃতি দেয়া এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দায়িত্ব জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যসব দেশের।’
নতুন করে যাদের মন্ত্রিসভায় নিয়োগ দেয়া হয়েছে তাদের মধ্যে পানশির এবং বাঘলান প্রদেশের বাসিন্দাও রয়েছেন। পানশির হচ্ছে ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্টের ঘাঁটি।
কাবুল থেকে আল জাজিরার সাংবাদিক হাশেম আহেলবারা বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানের কাছে এটি নিশ্চিত হতে চায় যে, যখন তারা নতুন সংবিধান তৈরি করবে এবং নতুন নির্বাচন আইন করবে সেখানে নারী এবং সংখ্যালঘুদের অধিকারের স্বীকৃতি দেয়া হবে।
(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এসইউএল)

মন্তব্য করুন