আত্রাইয়ে মাটির ঘর আর চোখে পড়ে না

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪

কালের আবর্তে নওগাঁর আত্রাইয়ে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যের অন্যতম নিদর্শন মাটির তৈরি ঘর। এখন তেমন একটা চোখে পড়ে না মাটির ঘর। বেশি দিন আগের কথা নয়, বাংলার প্রতিটি গ্রামে নজরে ড়তো এই মাটির বাড়ি-ঘর। সময়ের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এসব মাটির তৈরি ঘর।

জানা গেছে, একসময় বিভিন্ন গ্রামের অনেক বিত্তবানও মাটির দ্বিতল বাড়ি তৈরি করতেন। তারা অনেক অর্থ ব্যয় করে মজবুত মাটির দ্বিতল বাড়ি তৈরি করতেন। যা এখনও কিছু কিছু গ্রামে চোখে পড়ে।

এঁটেল বা আঠালো মাটির কাঁদায় পরিণত করে ২-৩ ফুট চওড়া করে এসব ঘরের দেয়াল বা ব্যাট তৈরি করা হয় ১০-১৫ ফুট উঁচু। দেয়ালে কাট বা বাঁশের শিলিং তৈরি করে তার ওপর খর বা টিনের ছাউনি দেওয়া হয়। গৃহিনীরা বিভিন্ন অনুষ্ঠানে মাটির দেয়ালে বিভিন্ন রকমের আল্পনা এঁকে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও বর্ষা মৌসুমে মাটির বাড়ি ঘরের ক্ষতি হয় বলে বর্তমান সময়ে গ্রামের মানুষরা ইটের বাড়ি নির্মাণের আগ্রহী হচ্ছেন।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :