চীনে শিশুদের শার্টে লেখা ‘নরকে স্বাগতম’: কোম্পানির ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০
অ- অ+
ছবি: সংগৃহীত

চীনে নামকরা একটি পোশাক নির্মাতা প্রতিষ্ঠান শিশুদের জন্য নতুন শার্ট তৈরি করেছে। যাতে লেখা ‘ওয়েলকাম টু হেল’ বা ‘নরকে স্বাগতম’। বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। পরে জেএনবিওয়াই নামের এই ব্র্যান্ড সকলের কাছে ক্ষমা চেয়েছে। সূত্র: বিবিসি।

শার্টে আরও লেখা ‘লেট মি টাচ ইউ’ বা ‘আপনাকে স্পর্শ করতে দিন’। এসব বিষয়ে এক শিশুর মা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করেন। যা দ্রুতই ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর ওই প্রতিষ্ঠান বাজার থেকে এই শার্ট সরিয়ে নিয়েছে।

ওই শিশুর মা বলেছেন, তিনি তার চার বছর বয়সী বাচ্চার জন্য একটি শার্ট কেনেন। কেনার সময় ওসব বিষয় তার চোখে পড়েনি। কিন্তু পরবর্তীতে বিষয়গুলো নজরে আসে।

পরবর্তীতে চীনে প্রচলিত সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ওই নারী লিখেন, ‘নরকে স্বাগতম। স্বাগত জানানোর আপনি কে?’

এই শার্টের বিষয়টি সামনে আসার পর জানা গেছে, অতীতেও বিতর্কিত পোশাক তৈরি করেছে জেএনবিওয়াই নামের এই প্রতিষ্ঠানটি। তাদের পূর্বের বিতর্কিত কিছু পোশাকের ছবিও এখন পোস্ট করছেন অনেকে।

উদাহরণস্বরূপ, একটি কালো রঙের কোটে এক ব্যক্তির ছবি আছে যার শরীরে তীর বিদ্ধ হয়েছে। তাতে লেখা, ‘সমস্ত জায়গা ভারতীয়দের দ্বারা পরিপূর্ণ। আমি এই অস্ত্রটি হাতে নেব এবং তাদের টুকরো টুকরো করব।’

বহু ওয়েইবো ব্যবহারকারী বলছেন, এই ব্র্যান্ডকে কেন আগে শাস্তি দেয়া হয়নি? এক ব্যক্তি লিখেছেন, ‘আমি জানি না, ইচ্ছাকৃতভাবে এই কাজটি করা হয়েছে কিনা? নিশ্চয়ই এই কোম্পানিতে অনেকেই আছেন যারা এটির অর্থ বুঝতে পারেন।’

বিষয়টি নিয়ে জেএনবিওয়াই কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা অভিযোগ পেয়েছি। এজন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে আমরা পোশাকে উদ্ভাবনী এবং সৃজনশীল কিছু প্রকাশের করব যা মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়।’

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প
রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা