রোমানিয়ায় করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২১, ১০:১৯| আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১১:৫০
অ- অ+

রোমানিয়ার করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় কনস্ট্যান্টা শহরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগুন লাগার পরপরই রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়েন অনেকে। খবর রয়টার্সের।

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী আতিল্লা জানান, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ১০ জনসহ হাসপাতালটিতে ১১৩ জন রোগী ছিলেন। ঘটনার পরই সেখান থেকে তাদের সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয়দের পাশাপাশি আশপাশের কাউন্টি থেকেও দমকল কর্মীরা আগুন নেভাতে যোগ দেয়।

প্রাথমিকভাবে উদ্ধারকর্মীরা নয় জনের প্রাণহানির কথা জানালেও দেশটির যোগাযোগমন্ত্রী পরে তা অস্বীকার করেন। এ ঘটনায় শোক জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস এক বিবৃতিতে বলেন, 'এই মর্মান্তিক ঘটনায় আমি আতঙ্কিত। এটি নতুন একটি ভয়ঙ্কর নাটক, রোমানিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যে অবকাঠামোগত বড় ধরনের অভাব রয়েছে তা এই অগ্নিকাণ্ড আবারও প্রমাণ করল।'

ঢাকাটাইমস/০২অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা