টিপস
ফেসবুক স্টোরিজের স্ক্রিন শট নিলে বুঝবেন যেভাবে

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। খুব কম সময়ের জন্য এই প্লার্টফমে আপনার যাবতীয় ঘটনাবলী স্টোরিজ হিসেবে পোস্ট করতে পারেন। ২৪ ঘণ্টার জন্য স্থায়ী থাকে স্টোরিজ। তবে, যে কোনও ব্যক্তি এই পোস্টের স্ক্রিনশট নিয়ে, তা নিজের ফোনে সেভ করে রাখতে পারেন। আর আপনি তা জানতেও পারেন না।
আপনার স্টোরি কে কে দেখেছেন, তা জানা গেলেও কতবার আপনার স্টোরি ওপেন হয়েছে, তা কোনও ভাবেই জানা যায় না।
আপনার স্টোরিজ কে ওপেন করেছেন জানা সম্ভব?
না। আপনার স্টোরিজ কে কে ওপেন করেছেন, তা জানার কোনও উপায় নেই। অনেক সময় থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও এই তথ্য জানা সম্ভব হয় না।
আপনার ফেসবুক স্টোরিজ কে কে দেখেছেন জানবেন কীভাবে?
আপনার স্টোরি কে কে দেখেছেন, তা জানার জন্য নিজের ফেসবুক স্টোরি ওপেন করে 'ভিউ' অপশন সিলেক্ট করতে হবে। এর পরে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনার স্টোরিজ কে কে দেখেছেন, জেনে নিতে পারবেন।
ফেসবুক ভিডিও স্টোরিজ কে কে দেখেছেন জানা সম্ভব?
না। আপনার ভিডিও কে কে দেখেছেন, তা জানায় না ফেসবুক। তবে, আপনি ফেসবুক লাইভ করলে কে কে লাইভ স্ট্রিমের সঙ্গে যুক্ত হয়েছেন, দেখে নিতে পারবেন। এছাড়াও, দেখে নিতে পারবেন লাইক ও কমেন্ট।
ফেসবুক স্টোরিজ লাইক করলে সেই ব্যক্তি জানতে পারেন?
আপনি কারও স্টোরি ফেসবুকে লাইক করলে সেই ব্যক্তি তা জানতে পারবেন। ফেসবুক স্টোরিতে পাঠানো যে কোনও রিঅ্যাকশন দেখে নেওয়া সম্ভব।
(ঢাকাটাইমস/৩অক্টোবর/এজেড)

মন্তব্য করুন