সবাই করোনা নেগেটিভ, অনুশীলনও করল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৩৮ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২১, ২০:৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে অংশগ্রহণের জন্য আগে-ভাগেই ওমানে চলে গিয়েছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে করোনা টেস্ট করতে হয়েছে মাহমুদউল্লাহদের। তাতে সবাই হয়েছে নেগেটিভ। এরপরই প্রথমদিনের মতো অনুশীলনও করেছে কোচ রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

ফিটনেম ট্রেনিংয়ের মাধ্যমে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়। এরপর গা গরমের জন্য ফুটবলে মেতে উঠে দলের সবাই। এরপর কিছুক্ষণ ফুটবল খেলার পর ফিল্ডিং, ব্যাটিং, বোলিং অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে তাদের অনুশীলনে দেখভাল করেছেন কোচিং স্টাফরাও।

আগামী দুইদিনও এই মাঠেই অনুশীলন করে যাবেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে ওমান ‘এ’ দলের বিপক্ষে শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। পরের দিন মাহমুদউল্লাহরা আরব আমিরাতের উদ্দেশে ওমান ছাড়বেন।

সূচি অনুযায়ী, ওমানের স্থানীয় দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। যদিও সেটি বাতিল হয়ে যায়। তবে ওমানে পৌঁছেই দুই পক্ষ আলোচনা করে প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত করে ফেলেছে। ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডের মূল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর একদিন পর স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। আর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে মাহমুদউল্লাহ রিয়াদরা।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপে প্রথম রিটায়ার্ড আউট হয়ে নিকোলাস ডেভিনের ইতিহাস

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের ৭ দল চূড়ান্ত, অপেক্ষা বাংলাদেশ-নেদারল্যান্ডসের

নেপালের বিপক্ষে মাঠে শতভাগ দিতে চায় বাংলাদেশ

ইউরো ২০২৪: দ্রুততম গোল করেও ইতালির কাছে আলবেনিয়ার হার

অস্ট্রেলিয়ার কাছে হেরে স্কটল্যান্ডের বিদায়, সুপার এইটে ইংল্যান্ড

৪১ রানের জয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড

স্পেনের দুর্দান্ত ইউরো যাত্রা, হোঁচট খেল ক্রোয়েশিয়া

পরিত্যক্ত হলো ‘গুরুত্বহীন’ ভারত-কানাডা ম্যাচ

দক্ষিণ আফ্রিকার সঙ্গে পারেনি, বাংলাদেশের বিপক্ষে নেপাল জিততেই চায়

৩ জনকে বাদ দিয়ে কোপা আমেরিকার দল ঘোষণা করল আর্জেন্টিনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :