বালতির পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২১, ১৯:৩২
অ- অ+

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় বালতির পানিতে পড়ে মাহফুজা বেগম নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকালে তেঁতুলিয়া উপজেলা ভজনপুর ইউনিয়নের মূর্খাগছ এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শিশু মাহফুজার বাবা আব্দুল গফুর কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত। শনিবার সকালে মা মাহবুবা বেগম শিশুটিকে বাবার পাশে বিছানায় ঘুম পাড়িয়ে বালতিতে করে পানি এনে স্বামী গফুরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মাথায় পানি দেন। এরপর মাহবুবা পানির বালতিটি রেখেই ঘরের বাইরে বের হন। এরই মাঝে শিশুটি ঘুম থেকে উঠে বিছানার পাশের উপুর হয়ে বালতির পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে ভজনপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেতুঁলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছায়েম মিয়া বালতির পানিতে পড়ে ওই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় তেতুঁলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা