১৩ রোহিঙ্গা নারী পাচারের মামলায় হাইকোর্টেও জামিন মেলেনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ১৭:৩০
অ- অ+

১৩ রোহিঙ্গা নারীর পাসপোর্ট তৈরি করে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলার আসামি কবির আহমেদ ও ইমরানের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে তারা কারামুক্ত হতে পারছেন না।

বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সুবির নন্দী দাস। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

পরে আদালত থেকে বেরিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ঢাকা টাইমসকে বলেন, আসামিরা পরস্পর যোগসাজসে কক্সবাজারের কুতুবপালং থেকে ১৩ রোহিঙ্গা নারীকে ঢাকা আনেন। মালয়েশিয়া পাঠাতে উন্নত জীবনের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের আনা হয়। এসব নারীর ভুয়া নাম, পরিচয় ও ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরি ও অবৈধ উপায়ে ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে মালয়েশিয়া পাঠানোর কথা বলেন। রোহিঙ্গারা বাংলাদেশি নাগরিক না, তারা কোনোভাবেই এদেশ থেকে মালয়েশিয়ার কোনো ভিসা তৈরি করতে পারেন না। এই আসামিরা গুরুতর অপরাধ করেছেন। এদের অপরাধ ক্ষমার অযোগ্য। তাদেরকে ঢাকার বাড্ডার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গত বছরের ২৭ জানুয়ারি র‌্যাবের ডিএডি (নায়েব সুবেদার) মো. রমজান আলী বাড্ডা থানায় মামলা করেন। আসামি কবির আহমেদ ও মো. ইমরানের বাড়ি কক্সবাজারের টেকনাফে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর আসামিরা বিচারিক আদালত জামিন পাননি। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা