পূজা বেদী করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ১৬:০৪
অ- অ+

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী পূজা বেদী। সারা বিশ্বে করোনার টিকা নেওয়ার ধুম পড়লেও এখনো একটি ডোজও নেননি এই অভিনেত্রী। নিজের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার প্রতি নাকি তার অগাধ বিশ্বাস ছিল। সোমবার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে নিজেই সে কথা জানিয়েছেন পূজা।

ভিডিওতে তিনি বলেন, অ্যালার্জির কারণে সর্দি-কাশিতে ভুগছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছিল। কিন্তু জ্বর আসার পর পূজা করোনা পরীক্ষা করাতে যান। তার পরই পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পূজার প্রেমিক এবং পরিচারিকাও করোনা আক্রান্ত হয়েছেন। পূজা জানিয়েছেন, সব রকম নিয়মবিধি মেনে চলছেন তিনি।

তবে পূজা আগে করোনার টিকা নেননি, ভবিষ্যতেও নেবেন না- এ কথা জানিয়ে অন্যকে প্রভাবিত করতে চাননি তিনি। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার ক্ষেত্রে আমি নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে চাই। তোমাদের ক্ষেত্রে যেটা ঠিক, তোমরা সেটাই করো। যে যার নিজের মতো চলো।’

ঢাকাটাইমস/১৮অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
হত্যা মামলায় মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক কারাগারে
মাইলস্টোন ট্র্যাজেডি: বোরহানউদ্দিনে মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা