টাইগারদের নিয়ে আশাবাদী শাকিব খান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১৩:০২| আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৩:১০
অ- অ+

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে শুক্রবার। শনিবার অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মূল পর্বের লড়াই। প্রথম পর্বে নিজেদের গ্রুপে রানারআপ হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। টাইগারদের টি-টোয়েন্টি মিশন শুরু হবে রবিবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে।

কাজের ব্যস্ততার মধ্যেও সাধারণ দর্শকদের মতো বাংলাদেশ দলের প্রতিটি খেলাই দেখেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তবে শুটিংয়ে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের খেলা দেখার সুযোগ পাননি। কিন্তু টাইগাররা কয়টি ম্যাচ খেলে কয়টিতে জয় পেয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, এ খবর তিনি জানেন। সাকিব-রিয়াদরা মূল পর্বেও ভালো করবে বলে আশাবাদী কিং খান।

সরকারি অনুদানের ছবি ‘গলুই’-এর শুটিং শাকিব খান বর্তমানে রয়েছেন জামালপুর। সেখানে শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নায়ক বলেন, ‘কিছুদিন আগে তিনটি সিরিজে টানা জয় পেয়েছে বাংলাদেশ। বাছাই পর্বের সূচনা একটু খারাপ হলেও পরের ম্যাচেই চমকে দিয়েছে তারা। নিজেদের সামর্থের প্রমাণ দিয়েই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসানরা। আশা করছি, এই ধারাবাহিকতা বজায় থাকলে এবারের বিশ্বকাপে দারুণ কিছু করতে পারবে বাংলাদেশ।’

ঢালিউড সুপারস্টার আরও বলেন, ‘আমি সাধারণত বাংলাদেশের কোনো খেলা মিস করি না। কিন্তু এবার দুর্গম এলাকায় শুটিং চলার কারণে হয়তো স্ক্রিনে খেলা দেখার সুযোগ হবে না। তবে অনলাইনে নিয়মিত খোঁজখবর রাখবো।’

‘গলুই’ ছবিটির বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘এরইমধ্যে বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে। আমরা একটানা শুটিং করছি। ছবিটিতে আমি একেবারেই ভিন্ন লুকে হাজির হচ্ছি, সেটা সবাই জানেন। আশা করছি, ক্যারিয়ারে আরও একটি সফল কাজ যুক্ত হতে যাচ্ছে। দর্শকরা দারুণ অনুভূতি নিয়ে হল থেকে ফিরতে পারবেন।’

শাকিব খানের নতুন এ ছবিটি পরিচালনা করছেন এসএ হক অলিক। এখানে কিং খানের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। বিভিন্ন চরিত্রে আরও আছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

এই ছবিটি ২০২০-২০২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। তবে ছবিটি নির্মাণে প্রায় দুই কোটি টাকা ব্যয় হবে। যার মধ্যে শাকিবের পারিশ্রমিকই ৪০ লাখ টাকা।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা