মোহাম্মদপুরে ফেনসিডিলসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২১, ১৯:২৯
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে মো. আলমাস ওরফে টমাস নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-২। এ সময়ে তার কাছ থেকে ১০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-২ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় কিছু মাদক চোরাকারবারি চক্রের সদস্য অবৈধ ফেনসিডিল কেনা-বেচার জন্য অবস্থান করছে। পরে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে র‌্যাব সেখানে অভিযান চালায়। অভিযানে মো. আলমাস ওরফে টমাস নামের এক মাদক চোরাবারবারিকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে সঙ্গে থাকা কাগজের কার্টনের মধ্যে একটি ঢাকনাযুক্ত গিজারের ভেতরে লুকায়িত ১০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক টমাস জানান, তিনি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘ দিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক চোরাকারবারি ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছেন। তার বিরুদ্ধে রাজশাহী পুঠিয়া থানায় ও রাজধানীর মতিঝিল থানায় দুইটি মাদক আইনে মামলার তথ্য পাওয়া গেছে।

আটক আলমাস ওরফে টমাস ঢাকার নবাবগঞ্জ থানার চাপাই গ্রামের মো. পাচু মিয়ার ছেলে।

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/এএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা