গাইবান্ধায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মারুফা বেগম ও তার চার বছরের শিশুপুত্র মারুফ মিয়া নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার রাজমনি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফা বেগম মাগুড়া জেলার কেশবপুর উপজেলার মিজানুর রহমানের স্ত্রী। চাকরির সুবাদে সপরিবারে তারা গোবিন্দগঞ্জে বসবাস করছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার।
তিনি জানান, রাত সাড়ে ৭টার দিকে মিজানুর রহমান তার স্ত্রী ও শিশুপুত্রকে মোটরসাইকেলযোগে রাজমনি মার্কেট থেকে মায়ামনি হোটেলের দিকে যাচ্ছিল। পথে একটু যেতেই ওই এলাকাতেই বগুড়াগামী একটি গরুবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মা-ছেলে ট্রাকের নিচে চাপা পড়লেও চালক অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।
ঘটনার পর মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, 'কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।'
(ঢাকাটাইমস/৪নভেম্বর/এলএ)

মন্তব্য করুন