বেপরোয়া বাইকের ধাক্কায় পা ভাঙল প্রিয়াঙ্কার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ১০:৪২| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১:১৬
অ- অ+

শুক্রবার রাত সাড়ে ১১টা। কলকাতার রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন টলিউড নায়িকা প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। ঠিক সে সময় আচমকাই শুটিং সেটে ঢুকে পড়ে বেপরোয়া এক বাইক চালক।

এরপর কী হলো? কলকাতা পুলিশ সূত্রে খবর, কর্ডন ভেঙে বেপরোয়া ওই বাইক সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে। দুজনেই ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর আহত হন প্রিয়াঙ্কা। চোট পান অর্জুনও।

আহত অভিনেতা-অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক ট্রিটমেন্টের পর তাদের স্থানান্তরিত করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।

অর্জুনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এক্স-রে করার পর দেখা যায়, প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গেছে।আজ শনিবার তার অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে খবর, বাইকচালক মত্ত অবস্থায় ছিলেন। প্রিয়াঙ্কা ও অর্জুনকে ধাক্কা মেরেই তিনি উধাও হয়ে যান। তার খোঁজে তল্লাশি চলছে। আপাতত বন্ধ রয়েছে ওই ওয়েব সিরিজের শ্যুটিং।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা