ছাত্রলীগের পাল্টাপাল্টি: আনন্দ মোহনের হল বন্ধ ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ০৮:১৯
অ- অ+
ছাত্রলীগের এক পক্ষের মানবনব্ধন

ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে উত্তেজনাকর পরিস্থিতিতে ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সব হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার সকালের মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার রাতে কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ শহরের আনন্দমোহন কলেজের শাখা ছাত্রলীগ ইউনিটটি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের অন্তর্গত ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে শনিবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন কলেজ ছাত্রলীগের কর্মীরা। এসময় তারা দাবি জানান, আনন্দমোহন কলেজের শাখা ছাত্রলীগ ইউনিটটি পূর্বের মতো কেন্দ্রের সাথে সংযুক্ত রাখতে। আরেক পক্ষ এই সিদ্ধান্তকে সমর্থন জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কা থেকে আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ ছাত্র ও ছাত্রী হোস্টেলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়ে নির্দেশনা জারি করেন। এই নির্দেশে বলা হয়, ছাত্রদের রাত সাড়ে ৮টার মধ্যে এবং ছাত্রীদের রবিবার সকাল আটটায় হল ছেড়ে যেতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটের এক শিক্ষককে হেনস্থার পর ওই শিক্ষকের মৃত্যুর ঘটনায় ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা