ঢাবির ‘খ’ ইউনিটে খালি ১১১ আসন, প্রার্থী আহ্বান

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২১, ১৬:৩২
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১১১টি শূন্য আসনে সাক্ষাৎকারের জন্য প্রার্থী আহ্বান করে চতুর্থবারের মতো বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ ডিসেম্বর) কলা অনুষদের ডিন ও ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মেধাক্রমের ২৪০১ থেকে ৩৮০০ পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হয়।

১১১টি শূন্য আসনের মধ্যে আরবি বিভাগে ১০৯টি ও ইসলামিক স্টাডিজ বিভাগের দুটি শূন্য আসনে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকার ২৪০১-৩৮০০ পর্যন্ত শিক্ষার্থীরা আগামী ১৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে শূন্য আসনগুলো পূরণের জন্য কলা অনুষদ ডিন অফিস দ্বিতীয় তলায় সাক্ষাৎকার দিতে পারবেন। সাক্ষাৎকারের জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।

শর্তসমূহ হলো:

১. যেসব প্রার্থীর দাখিল পরীক্ষায় আরবি বিষয়ে ন্যূনতম 'বি' গ্রেড; আলিম/উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরবি/ইসলামি শিক্ষা/বাংলা/ইংরেজি বিষয় আছে শুধু তারাই সাক্ষাৎকারে উপস্থিত হতে পারবে।

২. আরবি বিভাগে ভর্তি হলে মেধাক্রম অনুসারে প্রথম পর্যায়ে সাক্ষাৎকারভুক্ত প্রার্থীরা ব্যতীত অন্য প্রার্থীরা পরবর্তীকালে কোনো অবস্থাতেই বিভাগ পরিবর্তন করতে পারবে না।

৩. সাক্ষাৎকারে ডাকার অর্থ ভর্তির নিশ্চয়তা নয় এবং যে মুহূর্তে বিভাগের নির্ধারিত আসন সংখ্যা পূর্ণ হয়ে যাবে তৎক্ষণাৎ সাক্ষাৎকার গ্রহণ বন্ধ হবে।

সাক্ষাৎকারের সময় ছাত্র/ছাত্রীদের যেসব কাগজপত্র সাথে আনতে হবে:

১. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।

২. ওয়েব সাইটে পূরণকৃত বিষয় পছন্দক্রম ফরম (প্রিন্ট করে নিতে হবে)-এর কপি।

৩. মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র।

৪. উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।

৫. দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি।

প্রসঙ্গত, কোনো কারণে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি আনতে ব্যর্থ হলে প্রার্থীকে নির্ধারিত অংকের জরিমানা দেওয়া ও নির্ধারিত সময়ের মধ্যে ডিনকে দেখানোর শর্তে সাক্ষাৎকারে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/আরএল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বেরোবিতে মাদক সেবন অবস্থায় ৪ শিক্ষার্থী আটক 

শীর্ষ ৮ পদে পরিবর্তন আনছে চবি

‘প্রাচ্যের মানবিকতা ও ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির প্রাণশক্তি দিয়ে বিশ্বকে গড়ে তুলতে হবে’

‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ফিরে এসেছে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা’

লেখাপড়ায় থিউরির পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে: চবি উপাচার্য

হাবিপ্রবিতে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

ইবিতে ১২ কোটি টাকা ব্যয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিবহন সেবা

একাদশে পাঠদান শুরু ৩০ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্ট সরোয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক

এই বিভাগের সব খবর

শিরোনাম :