কারিনার পর সঞ্জয় কাপুরের বাড়িও সিলগালা

করোনায় আক্রান্ত হওয়ার জেরে এবং এ সংক্রান্ত সঠিক তথ্য প্রকাশ না করায় ইতোমধ্যে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের বাড়ি সিলগালা করে দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। একই কারণে এবার সুপারস্টার অনিল কাপুরের ছোট ভাই অভিনেতা সঞ্জয় কাপুরের বাড়িও সিলগালা করে দেওয়া হল।
ভারতসহ সারা বিশ্বে এখন চলছে ওমিক্রন আতঙ্ক। তাই সঞ্জয়ের স্ত্রী মহীপ কাপুর করোনা আক্রান্ত হওয়ার পরই তাদের জুহুর বাড়িটিকে কন্টেনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে। বিগত কয়েক দিনে যারা সঞ্জয় এবং মহীপের সংস্পর্শে এসেছেন, তাদের প্রত্যেকেরই করোনা পরীক্ষা হয়েছে। যদিও এখনও ফল জানা যায়নি।
সঞ্জয়ের কাপুরের আগে থেকেই কারিনা কাপুর এবং অমৃতা অরোরার বাড়ি মুম্বাই পুরসভার ঘেরাটোপে। গত সোমবার এই দুই অভিনেত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা সোয়েল খানের স্ত্রী সিমা খানও করোনায় আক্রান্ত।
পরিচালক ও প্রযোজক করণ জোহরের ‘কাভি খুশি কাভি গম’-এর ২০ বছর পূর্তির পার্টিতে গিয়েছিলেন কারিনা। সেখানে সকলের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। তাই কারিনা আক্রান্ত হওয়ার পরই করণ জোহর, তার মা হিরু জোহর এবং তাদের আবাসনের ৪০ জন বাসিন্দার পরীক্ষা করানো হয়।
এ ছাড়া পরিচালকের ১০ জন কর্মীরও করোনা পরীক্ষা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাদের মধ্যে কারও রিপোর্ট পজিটিভ আসেনি বলে জানা গেছে। তবে ওমিক্রন আতঙ্কের মধ্যে পার্টির আয়োজন করে কটাক্ষের মুখে পড়েছেন করণ জোহর।
কারিনার বাবা অভিনেতা রণধীর কাপুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সামান্য জ্বর এবং গায়ে ব্যথা হতেই করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন কারিনা। আপাতত তিনি ভালো আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন অভিনেতা সাইফ আলি খানের স্ত্রী।
ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এএইচ

মন্তব্য করুন