রাজেশ খান্নার জীবনী নিয়ে সিনেমা হবে

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২১, ১১:২৪
অ- অ+

বায়োপিক এবং বলিউডের সম্পর্কটা বেশ পুরোনো এবং জমাজমাট। তারকা খেলোয়াড় থেকে বলিউড তারকা, বড় পর্দায় যখনই কোনো বায়োপিক মুক্তি পেয়েছে দর্শকের ভালোবাসার প্রমাণ দিয়েছে ছবির বক্স অফিস কালেকশন। ২০১৮ সালে সঞ্জয় দত্তের মুক্তি পাওয়া বায়োপিক 'সঞ্জু' তো ভেঙে দিয়েছিল বক্স অফিসে জমে থাকা বহু রেকর্ড।

এবার বড় পর্দায় আসতে চলেছে ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার বায়োপিক! এমন ঘোষণা দিয়েছেন বলিউড প্রযোজক নিখিল দ্বিবেদী।

‘আরাধনা’, ‘কটি পতঙ্গ’, ‘অমর প্রেম’, ‘আনন্দ’, ‘খামোশি’র মতো একের পর এক ব্লকব্লাস্টার ছবি বক্স অফিসে উপহার দিয়ে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন রাজেশ খান্না। তার সুবাদেই বলিউডে প্রথমবার ‘সুপারস্টার’ শব্দটি ব্যবহার হয়েছিল। ছিল একাধিক বিতর্কও। তবে সবকিছু পেরিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দর্শকের ভালোবাসা কুড়িয়ে গিয়েছিলেন তিনি। রয়ে গিয়েছিলেন ‘পাবলিক ফিগার’।

প্রয়াত এই বলিউড তারকার বায়োপিক প্রসঙ্গে নিখিল দ্বিবেদী জানান, তার মতো এত বিরাট মাপের রাজকীয় ব্যক্তিত্বের বহু বছর আগেই বায়োপিক হওয়া উচিত ছিল। তা যখন হয়নি, এবার তিনি সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। গৌতম চিন্তামণির লেখা বই ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিয়িং রাজেশ খান্না’র স্বত্বও কিনে নিয়েছেন নিখিল। সেই বই অনুযায়ী লেখা হবে ছবির চিত্রনাট্য। লিখবেন সেই বইয়ের লেখক গৌতম।

কিন্তু ছবিটি পরিচালনা কে করবেন? সেই বিষয়ে কথা চলছে ফারহা খানের সঙ্গে। এ প্রসঙ্গে ফারহা নিজেও জানিয়েছেন, তিনি এই বিষয়ে জোর আলোচনা চালাচ্ছেন নিখিলের সঙ্গে। এমনকি গৌতমের লেখা বইটি পড়ে তার বেশ ভালো লেগেছে, সে কথাও খোলাখুলিভাবে জানিয়েছেন। তবে এর থেকে বেশি এই প্রোজেক্ট সম্পর্কে আর একটি কথাও জানাননি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পরিচালক।

রাজেশ খান্নার বায়োপিকের ব্যাপারে সমস্ত অনুমতি কি জোগাড় হয়ে গেছে প্রয়াত তারকার পরিবারের থেকে? সে জবাবে প্রযোজক নিখিল জানিয়েছেন, তারা লুকিয়ে কিছু করছেন না। এমন কিছু এই ছবিতে রাখা হবে না, যার প্রধান উপজীব্য হবে বিতর্ক।

প্রযোজকের কথায়, ‘বলিউডের প্রথম সুপারস্টারের উদ্দেশে এই ছবি শ্রদ্ধার্ঘ্য হিসেবে পেশ করতে চাই আমরা।’ আর রাজেশ খান্নার ভূমিকায় পর্দায় কোন বলিউড তারকাকে দেখা যেতে চলেছে? নিখিলের জবাব, ‘সেটি পুরোপুরি পরিচালকই ঠিক করবেন। এ বিষয়ে এখনও আলোচনা চলছে।’

ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী ছেলের মুক্তিপণের টাকা না পেয়ে মাকে অপহরণ
বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া
শ্রমিক দলের মোহাম্মদপুর এবং ভাটারা থানার সাংগঠনিক কার্যক্রম স্থগিত
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে, এটা সামষ্টিক ব্যর্থতা: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা