জাবির অভ্যন্তরীন রুটে বাস সার্ভিস চালু

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২২, ১৩:১৭
অ- অ+

শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও নিরাপদ ক্যাম্পাসের দাবির প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযয়ের (জাবি) অভ্যন্তরীন রুটে চালু হয়েছে বাস সার্ভিস। এতে করে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা ক্যাম্পাসের অভ্যন্তরীন রুটেও পরিবহন সুবিধা পাবেন।

শিক্ষার্থীদের অভ্যন্তরীন নিরাপদ পরিবহন সুবিধা দিতেই এই বাস সার্ভিস। এতে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনায়াসে ক্যাম্পাসের বাসে চড়ে যাতায়াত করার সুযোগ পাবেন।

পরিবহন অফিসের এক বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষার্থীদের অভ্যন্তরীন নিরাপদ পরিবহন সুবিধা দিতেই এই বাস সার্ভিস চালু করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত অভ্যন্তরীন সকল রুটে বাস চলাচল করতে পারবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বাস সেবা চলমান থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োতন বেশি হবার কারণে শিক্ষার্থীদের অনেকটাই অটোরিকশার উপর নির্ভর করতে হয়। এই নির্ভরতার সুযোগে অটোরিকশা গুলো বেশ বেপরোয়া হয়ে উঠেছে। বেপরোয়া গতিতে চলতে গিয়ে ঘটছে নানা দুর্ঘটনা। এতে করে আহত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা, কেউবা আবার হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

যে বিশ্ববিদ্যালয়কে বলা হয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ আশ্রয় আজ সেই ক্যাম্পাসই যেন আজ মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। ক্যাম্পাসের মধ্যে রয়েছে অসংখ্য রুট। যে রুটে নেই কোন গতিরোধক স্পীড ব্রেকার। এতে করে দুর্ঘটনা আরও বেশি ঘটছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানা অবহেলা আর দায়িত্বহীনতার কারণে বহিরাগতরাও ক্যাম্পাসে এসে বাসা বেঁধেছে।

বহিরাগতরা অবাধে ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে আসছে। কেউবা মোটরসাইকেল, কেউবা প্রাইভেটকার নিয়ে অনায়াসে ভেতরে হট্টগোল সৃষ্টি করছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হচ্ছে।

ক্যাম্পাস যেন অনিরাপদ হয়ে উঠেছে। শিক্ষার্থীরা অনেক আগে থেকেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করে এলেও প্রশাসন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। বহিরাগতদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা, ক্যাম্পাসে চলমান নিরাপদ যানগুলোর বৈধ তালিকা করা, রাস্তাগুলোতে স্পীড ব্রেকার তৈরি, অনিরাপদ যান মোটরচালিত অটোরিকশা বন্ধসহ বিভিন্ন দাবি শিক্ষার্থীদের।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাপানে একদিনেই সর্বোচ্চ তাপমাত্রার দুই রেকর্ড, হিটস্ট্রোক সতর্কতা জারি
শরীয়তপুরে পদ্মার ভয়াবহ ভাঙনে চোখের পলকে ভবন বিলীন
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ভেসে গেলেন ভারতের ১১ সেনা
ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সাজেক, আটকে পড়েছেন শতাধিক পর্যটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা