রাত থেকে চরকিতে সিয়াম-বুবলীর ‘টান’

ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও শবনম বুবলী। প্রথমবার তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘টান’ নামে একটি ছবিতে। এটি পরিচালনা করেছেন রায়হানি রাফি। ছবিটি বৃহস্পতিবার রাত ৮টায় দেশীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে। চরকিই রয়েছে ছবিটির প্রযোজনায়।
এর গল্প প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বলেন, ‘রাশেদ (সিয়াম) আর অবনী (বুবলী) এই প্রেমিক জুটি তাদের স্বপ্নের সংসার গোছায়। যখনই সুখগুলো হাতের নাগালে আসতে শুরু করে, তখনই অতীতের এক ভুল সামনে এসে দাঁড়ায়। সে ভুল একটানে তছনছ করে দেয় তাদের সুখের সংসার। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।’
ছবিটি নিয়ে বেশ উচ্ছসিত বুবলী। গণমাধ্যমে তিনি বলেন, ‘এই টিম আমার জন্য নতুন হলেও মানিয়ে নিতে কোনো সমস্যাই হয়নি। রাফি ভাই খুব সুন্দর করে সিনগুলো ব্রিফ করতেন। আর সিয়াম কো-আর্টিস্ট হিসেবে এত চমৎকার যে, আমার মনেই হয়নি তার সঙ্গে আমি প্রথম কাজ করছি।’
সিয়াম আহমেদ বলেন, ‘এ বছরে আমার প্রথম সিনেমা ‘টান’। রায়হান রাফির সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে। কিন্তু বুবলীর সঙ্গে সেটে গিয়ে আমার পরিচয়। আমার বিশ্বাস, দর্শক একদম ভিন্ন ধরনের একটি কনটেন্ট দেখতে পাবেন।’
সিয়াম ও বুবলীর ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ফারজানা ছবিসহ অনেকে।
ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

৩ জুন শিল্পকলাতে প্রদর্শিত হবে ‘ললাট’

শেষ হচ্ছে অপেক্ষা, মুক্তি পাচ্ছে ‘অমানুষ’

ফেসবুকে তথ্যগুজব: কারা ছড়াচ্ছে জীবিতের মৃত্যুর খবর?

অবশেষে আসছে শিমুল-লামিয়ার সেই মাহেন্দ্রক্ষণ

মাত্র ১২ দিনে কলকাতায় তিন অভিনেত্রীর ‘আত্মহত্যা’

পল্লবী-বিদিশার পর এবার আত্মঘাতী মঞ্জুষা

২৮ বসন্তে সাবিলা নূর

দ্বৈতকণ্ঠে পাবেলের ফের চমক! ভিডিও ভাইরাল

নিপুণ-জায়েদ খান দেখা হয়? কথা হয়?
