সুয়ারেজের কাছে রেকর্ড হারানোর শঙ্কায় মেসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২২, ১৯:১৯
অ- অ+

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। এবার যেন এ রেকর্ড হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছেন তিনি। অসুস্থতার কারণে প্যারিস থেকে দেশে আসা হয়নি মেসির। সেজন্য চলমান ম্যাচগুলো খেলছেন না তিনি। সেই ফাকে উরুগুইয়ান ফুটবলার সুয়ারেজ গত শুক্রবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে একটি গোল করে মেসির পাশে এসে দাঁড়িয়েছে।

লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ দুজনেই ২৭টি করে গোল করেছেন। সুয়ারেজ আর একটি গোল করতে পারলে ভাঙ্গবেন মেসির রেকর্ড। বিশ্বকাপ বাছাইপর্বে সুয়ারেজ খেলেছেন ৫৯টি ম্যাচ। আর মেসি খেলেছেন ৫৮টি ম্যাচ। তিনি এক ম্যাচ বেশি খেলে মেসির সমান গোল করেছেন।

মেসির রেকর্ড নিজের করে নেওয়ার জন্য সুয়ারেজের সামনে রয়েছে বড় সুযোগ। মেসি অসুস্থ থাকার কারণে বড় ছুটিতে রয়েছেন তিনি। খেলছেন না জাতীয় দলের কোনো ম্যাচ। ওদিকে আগামী মঙ্গলবার সকালে নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবেন সুয়ারেজরা। এই ম্যাচে সুয়ারেজ আর একটি গোল করতে পারলে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা হিসাবে বিবেচিত হবনে।

উল্লেখ্য, লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। ১৪ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৩৬ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্জেন্টিনা। আর ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে সুয়ারেজের উরুগুয়ে।

(ঢাকাটাইমস/৩০ জানুয়ারি/বিজেড/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি: আমিনুল হক
আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
মৃত্যুর আগে খোলা চিঠিতে যা লিখেছেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার?
মালয়েশিয়ায় পৌঁছেছেন নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা