ইংল্যান্ডের পরবর্তী রাণী ক্যামিলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৫

ব্রিটিশ সিংহাসনের পরবর্তী রানি হিসেবে ছেলে প্রিন্স চার্লসের স্ত্রী কর্নওয়াল ক্যামিলাকে মনোনীত করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

১৯৫২ সালের ৬ ফেব্রয়ারি রাজা জর্জ (ষষ্ঠ) এর মেয়ে এলিজাবেথ ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণ করেন। পরিবারের সদস্যদের নিয়ে রাজপ্রাসাদে কেক কেটে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেন রানি এলিজাবেথ।

এক বিবৃতিতে দীর্ঘ সাত দশক তাকে সমর্থন ও সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ দীর্ঘ সময়ে সামাজিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিতে অসাধারণ উন্নতি অবলোকন করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন। ভবিষ্যৎ প্রজন্মও এখনকার মতো সমান সুযোগ-সুবিধা লাভ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নতুন রানি সম্পর্কে বিবৃতিতে এলিজাবেথ বলেন, তিনি চান ছেলে প্রিন্স চার্লস যখন রাজা হবেন, তখন ‘কুইন কনসর্ট’ হিসেবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।

ডেইলি মেইল জানায়, ব্রিটিশ সিংহাসনের রাজার স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ বলা হয়। এর অর্থ হলো ক্যামিলার ভবিষ্যৎ পদবি হবে ‘রানি ক্যামিলা’।

ব্রিটিশ রাজপ্রাসাদ ক্লারেন্স হাউসের এক মুখপাত্র বলেন, রানির এমন ঘোষণায় প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়াল ‘আপ্লুত ও সম্মানিত’ বোধ করছেন।

সাধারণত কেউ রাজা হলে তার স্ত্রী রানি হবে এটাই প্রচলিত নিয়ম। কিন্তু এলিজাবেথের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসায় পরবর্তী রানি কে হবেন তা নিয়ে ধোঁয়াশা ছিল।

২০০৫ সালে চার্লস ও ক্যামিলা দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চার্লসের প্রথম স্ত্রী ছিল প্রিন্সেস ডায়ানা। কিন্তু প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় ডায়ানা মারা যান। অবশ্য এর এক বছর আগে উভয়ের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। আর ক্যামিলারও বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তার প্রথম স্বামী ছিলেন ব্রিটিশ সেনা কর্মকর্তা অ্যান্ড্রু পার্কার বোলস।

(ঢাকাটাইমস/৬ফেব্রয়ারি/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

ইসরায়েলি হামলায় গাজা একটি ‘মানবিক নরকে’ পরিণত হয়েছে: গুতেরেস

ইরানের ওপর ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :