‘হঠাৎ নিরুদ্দেশ’ মাধুরী, সন্ধানে নেমেছে পুলিশ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৩| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫০
অ- অ+

বলিউডের একসময়ের তুতুল জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বেশ কয়েক বছর ধরে রুপালি পর্দায় তার দেখা নেই। তারই মাঝে হঠাৎ নিরুদ্দেশ অভিনেত্রী। কোথায় গেলেন তিনি? তার সন্ধানে নেমেছে পুলিশ। তবে মাধুরী ভক্তদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কারণ, বাস্তবে নয় এমনটা ঘটবে নায়িকার রিল লাইফে।

পরিষ্কার করে বললে, খুব শিগগির ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করতে চলেছেন ‘দিল তো পাগল হ্যায়’র নায়িকা মাধুরী। চলতি মাসের শেষ দিকে মুক্তি পেতে চলেছে তার নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ফেম গেম’। সেখানে মুখ্য চরিত্র অনামিকা আনন্দের ভূমিকায় দেখা যাবে তাকে। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার।

এই সিরিজের গল্প অনুযায়ী, সুপারস্টার অনামিকা হঠাৎই একদিন নিরুদ্দেশ হয়ে যায়। তার সন্ধানে নামে পুলিশ। স্বামী, ছেলে-মেয়েদের বয়ান থেকে এক অন্য অনামিকাকে আবিষ্কার করে তারা। আসলে অনামিকা কে? কোথায় হারিয়ে গেছেন? এই সব প্রশ্নকে কেন্দ্রে রেখেই আবর্তিত হবে সিরিজটি।

এখানে মাধুরীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয় কাপুর। ‘আঁখিয়া মিলাউ কাভি আঁখিয়া চুরাউ’ জুটিকে আবার নতুন রূপে দেখা যাবে পর্দায়। অন্য দিকে মাধুরী ও মানব কওলের রসায়নের কিছু মুহূর্তও রয়েছে সিরিজে।

ইনস্টাগ্রামে সিরিজের ট্রেলার শেয়ার করে মাধুরী লিখেছেন, ‘শুনেছিলাম, স্টারডম এক মুহূর্তে হারিয়ে যেতে পারে, কিন্তু একজন সুপারস্টারই যদি হারিয়ে যায়! এমন তো কখনও শুনিনি। নিজের ‘পারফেক্ট’ জীবনের গল্প বলতে অনামিকা আনন্দ আসছে, খুব তাড়াতাড়ি।’

মাধুরী চলচ্চিত্রে শেষ অভিনয় করেন তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘কলঙ্ক’তে। কিন্তু ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি। যদিও সেখানে মাধুরীর অভিনয় ছিল নজরকাড়া। ছবিতে আরও ছিলেন সঞ্জয় দত্ত, বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটের মতো তারকারা। তবুও কেন ছবিটি ব্যবসা করতে পারেনি, তার উত্তর আজও অজানা।

ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা