'মন হারাবে যখন' কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

অমর একুশে বইমেলা ২০২২ এ প্রকাশিত হলো কবি ও গীতিকার তানবীর সাজিব এর প্রথম কাব্যগ্রন্থ ‘মন হারাবে যখন’। স্বপ্নময় জীবন, সেই জীবনের পদ্যময় গদ্যে তিনি খুঁজে ফিরেছেন ভালোবাসা আর সম্পর্কের বিবিধ দৃশ্যপট।
৫২টি কবিতা দিয়ে সাজানো বইটি প্রকাশ করেছে ‘আজব প্রকাশ’। বইমেলার ১২৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারিতেও বইটি পাওয়া যাচ্ছে।
তানবীর সাজিব ২০১০ সালে যাত্রা শুরু করেন গীতিকবি হিসেবে। কাজ করেছেন বাপ্পা মজুমদার, অর্ণব, এলিটা, পার্থ বড়ুয়া, জয় শাহরিয়ারের মতো দেশবরেণ্য শিল্পীদের সঙ্গে।
মোড়ক উন্মোচনের পাশাপাশি ‘মন হারাবে যখন’ শীর্ষক ফাগুনের গান প্রকাশিত হলো 'আজব রেকর্ডস' থেকে। ‘মন হারাবে যখন’ কাব্যগ্রন্থের টাইটেল কবিতার উপর গানটি নির্মিত।
গানটি গেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী জয় শাহরিয়ার। ফেসবুক, ইউটিউবে লিরিক্যাল মিউজিক ভিডিওটি পাওয়া যাচ্ছে।
কাব্যগ্রন্থের পাঠক রাহিদুল ইসলাম বলেন, কিছু কিছু কবিতা আছে যেগুলো অনুভূতি আঁকে মনের গহীনে। পালকের শুশ্রুষা দিয়ে একটার পর একটা দৃশ্য মনের চোখে তুলে আনতে থাকে।
বইটি খুব ভালো লেগেছে কারণ মনই মাপতে পারে দৃষ্টির গভীরতা, দেহের সমাপ্তি আর আমি কার? ভালোবাসা নামক অদৃশ্য বস্তুটি কিভাবে পৌঁছে যায় মনের গভীরতায়।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এসকেএস)
সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

কাজী নজরুল ছিলেন মানবজাতির কবি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী

নিজেকে খুঁজি

‘এগিয়ে যাবে বাংলাদেশ’ এক ধারাবাহিক উত্তরণের লেখচিত্র

প্রেম: দান্তে-বিয়াত্রিচে

ঘোর কাটে না গোর অবধি

আনন্দবাদী রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন

মা’র আশিসের শীতল-ছায়া

সংকট মোচন
