ভাঙতে বসেছিল শাহরুখ-গৌরীর সম্পর্ক, তবে...

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২২, ২০:১৭
অ- অ+

বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও সুখী দম্পতি শাহরুখ খান ও গৌরী খান। ৩০ বছরের দাম্পত্য তাদের। দুই ছেলে এক মেয়ে- এই তিন সন্তান নিয়ে সুখের সংসার। টাকা-পয়সা, বাড়ি, গাড়ি, যশ, খ্যাতি- কোনো কিছুরই অভাব নেই এখন।

যাবতীয় ওঠাপড়ার মাঝে নিজেদের বেশ সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন শাহরুখ-গৌরী। কিন্তু জানেন কি, এক সময় ভাঙতে বসেছিল তাদের সম্পর্ক? পরিচালক-প্রযোজক করণ জোহরের চ্যাট শোয়ে অতিথি হয়ে গিয়ে সে কথা ফাঁস করেছিলেন গৌরী স্বয়ং।

পেশায় প্রযোজক ও ইন্টিরিয়র ডিজাইনার গৌরী নির্দ্বিধায় জানিয়েছিলেন শাহরুখ খানের থেকে আলাদা হয়ে যাওয়ার কথা। সেই স্মৃতিচারণ করে শাহরুখ-পত্নী বলেন, ‘আমি তখন কলেজে পড়তাম। বয়স কম ছিল। মনে হয়েছিল, এত অল্প বয়সে বউ হওয়ার কথা ভাবা ঠিক হবে না।’

বোঝাই যাচ্ছে, বিয়ের আগের কথা বলছেন গৌরী। সে সময় তিনি চেয়েছিলেন নিজের মতো করে থাকতে। সেই পথ প্রশস্ত করতেই শাহরুখের সঙ্গে সম্পর্ক থেকে সাময়িক বিরতি নিতে চেয়েছিলেন।

গৌরীর কথায়, শাহরুখ নাতি তার উপর খুব অধিকারবোধ দেখাতেন। তাই বন্ধুদের সঙ্গে সময় কাটানো, সকলের সঙ্গে ইচ্ছা মতো মেশার জন্য প্রেমিকের থেকে আলাদা হওয়া ছাড়া আর কোনো উপায় দেখেননি তিনি।

গৌরী জানান, কথা মতো শাহরুখ খানের থেকে সে সময় আলাদা হয়েও গিয়েছিলেন তিনি। তবে সেই বিচ্ছেদ পর্ব খুব বেশি দিন টেকেনি। রোমান্সের রাজা শাহরুখের থেকে দূরত্ব সহ্য না করতে পেরে শেষমেশ তার কাছেই ফিরে এসছিলেন গৌরী।

ঢাকাটাইমস/১১ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেট-৬ আসনে আলোচনায় সাবেক এমপি লেচুর মেয়ে আদিবা
রাজনৈতিক দলগুলোকেও নিজেদের কর্মকাণ্ড পর্যালোচনা করা উচিত: মজিবুর রহমান মঞ্জু
প্রথম বাংলাদেশি মাঙ্গা `কিনসা খিয়ং’ নবম বছরে
রাঙামাটির ভূষণছড়ায় বিজিবির অনুদান ও সামগ্রী বিতরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা