চীনে বিধ্বস্ত বিমানের যাত্রীদের দেহাবশেষ পাওয়া গেছে

চীনের গুয়াংশি পার্বত্য এলাকায় বিধ্বস্ত চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের উড়োজাহাজের যাত্রীদের দেহাবশেষ পাওয়া গেছে।
বিবিসি জানায়, উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনাস্থল থেকে এসব দেহাবশেষ খুঁজে পেয়েছে। তবে কর্মকর্তারা বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি ।
বিমান দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেয়নি চীনা কর্তৃপক্ষ। তবে ১৩২ আরোহীর কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
গত সোমবার ইউনান প্রদেশের রাজধানী শহর কুনমিং থেকে গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজোতে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পূর্ণ তদন্তের নির্দেশ দেন। এ ছাড়া, উপপ্রধানমন্ত্রী লিউ হিসহ শতাধিক কর্মকর্তাকে দুর্ঘটনাস্থলে পাঠিয়ে দেন। বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
চীনের বিমান চলাচল কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লাইটটির গমনপথে আবহাওয়া বা অন্য কোনো বিপদে বাধা হয়ে দাঁড়ায়নি। অনেকগুলো কারণে বিমান দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সেগুলো নির্ধারণ করতে সময় প্রয়োজন। তারপরই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ বের করা সম্ভব হবে।
(ঢাকাটাইমস/২৪মার্চ/আরআর)

মন্তব্য করুন