সুচিত্রা সেন আমাদের গর্ব: মৌসুমী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২২, ১২:২৮| আপডেট : ৩১ মার্চ ২০২২, ১২:৩১
অ- অ+

বাংলাদেশের পাবনায় জন্ম নেওয়া মহানায়িকা সুচিত্রা সেন আমাদের গর্ব বলে মন্তব্য করেছেন ‘প্রিয়দর্শিনী’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। বুধবার সূচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে তার নামকরণে দুই দিনব্যাপী ফিল্ম ফেস্টিভালের উদ্বোধন শেষে এই কথা বলেন মৌসুমী।

শাহ গ্রুপের সহযোগিতায় ফিল্ম ফেস্টিভ্যালটির আয়োজন করা হয়েছে নিউ ইয়র্কের জ্যাকশন হাইটসের নবান্ন হলে। সেটির উদ্বোধন করেন মৌসুমী। এরপর নায়িকা বলেন, ‘সুচিত্রা সেন কোন দেশে জন্ম নিয়েছেন আর কোন দেশে বেড়ে উঠেছেন, সেসবের উর্ধ্বে তিনি বাংলা ভাষাভাষী মানুষের প্রিয় নায়িকা। তাকে ছাড়া বাংলা চলচ্চিত্র অসম্পূর্ণ।’

ফেস্টিভালের উদ্বোধনকালে মৌসুমী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, অভিনেত্রী রেখা আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান ও কমিউনিটি নেতা নাসির খান পল।

সুচিত্রা সেনের স্বরণে আয়োজিত ওই ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী দিন আজ বৃহস্পতিবার। বুধবার সারাদিন সুচিত্রা সেন অভিনীত কয়েকটি সিনেমা প্রদর্শিত হয় জ্যাকশন হাইটসের নবান্ন হলে। বৃহস্পতিবারও একইভাবে চলছে সুচিত্রা সেন মেমোরিয়ালের আয়োজনে ওই ফেস্টিভ্যাল।

ঢাকাটাইমস/৩১ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতার বিপক্ষে থাকলেও অস্বীকার করতে দেখিনি: সালাউদ্দিন আহমেদ 
বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসার মেয়াদ বাড়াল ভারত
অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
কর্মসংস্থান ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা