মাদক উদ্ধারে গি‌য়ে হামলার শিকার পু‌লি‌শের আভিযা‌নিক দল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২২, ১০:২৬
অ- অ+

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক উদ্ধার অভিযানের সময় পুলি‌শ সদস্য‌দের ওপর হামলার খবর পাওয়া গে‌ছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গে‌ছে, বৃহস্পতিবার সন্ধায় দেউন্দি চা বাগানে মাদক পাচার হবে এমন খবরের ভিত্তিতে চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়। এ সময় ১৫ লিটার বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। তাকে নিয়ে আসার সময় একদল মাদক কারবারি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এসআই তরিকুল ইসলাম ও কনেস্টবল জুয়েলসহ পাঁচজন আহত হন। এর মধ্যে আহত এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েল হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে আশঙ্কাজনক কনস্টেবলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চুনারুঘাট উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আটকদের মধ্যে একজন নারী ও অপর সাতজন পুরুষ হলেও তা‌দের নাম প‌রে প্রকাশ করা হ‌বে বলে জানায় পু‌লি‌শ।

এ বিষয়ে শুক্রবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, মাদক পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মাদক কারবারিরা আমাদের সদস্যদের ওপর হামলা চালায়। রাতভর অভিযানে সন্দেহভাজন আটজনকে আট‌ক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা