আ.লীগ নেতাকর্মীদের সম্মানে এমপি রবির ইফতারে বিএনপি-জামায়াত

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২২, ১০:২৫| আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১০:৪৩
অ- অ+

সাতক্ষীরা-২ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি দলীয় নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে সেখানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দাওয়াত করেছেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল সাতক্ষীরা জেলা, সদর ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মানে আয়োজন করা হলেও সেখানে উপস্থিত ছিলেন জামায়াত-বিএনপির নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌর আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘এমপি রবির বিরুদ্ধে নানা সময়ে জামায়াত বিএনপিকে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ উঠলেও এবার তিনি প্রকাশ্যেই প্রমাণ করেছেন, তিনি জামায়াত ও বিএনপির পৃষ্ঠপোষক। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করতেই পারেন। সেখানে অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। কিন্তু আওয়ামী লীগের সম্মানে ইফতার মাহফিলে তিনি দাওয়াত দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিএনপির ধানের শীষে নির্বাচিত সাতক্ষীরা পৌরসভার মেয়র ও নাশকতা মামলার আসামি তাসকিন আহমেদ চিশতিসহ অনেকেই। এটা আওয়ামী লীগের এমপির কাছ থেকে কখনোই কাম্য হতে পারে না।’

আরেকজন তৃণমূল আওয়ামী লীগ নেতা বলেন, ‘মীর মোস্তাক আহমেদ রবি চাইলে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতে পারতেন, সেখানে তিনি বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দলের নেতাদের দাওয়াতও দিতে পারতেন। কিন্তু তিনি আওয়ামী লীগের নেতাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে কীভাবে বিএনপির নেতাদের ডেকে এনে পাশের চেয়ারে বসালেন। এটা রাজনৈতিক কোনো শিষ্ঠচারের মধ্যে পড়ে না। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক যেন এমন বিতর্কিত কাজের জন্য এমপি রবিকে শোকজ করে, এটা প্রত্যাশা করে তৃণমূলের নেতাকর্মীরা।’

বিষয়টি নিয়ে সাতক্ষীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, ৫ম রমজানে এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। ইফতার মাহফিলের ব্যানারে লেখা আছে জেলা, সদর ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিল। কিন্তু বাদ সাধে যখন ইফতার মাহফিলের মধ্যমণি হয়ে হাজির হয় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌরসভার মেয়র ও বহু নাশকতার মামলার আসামি তাসকিন আহমেদ চিশতি। শুধু উপস্থিতি নয়, একেবারে সম্মানিত হয়ে প্রধান অতিথির পাশেই আসন গ্রহণ করেন।

ইফতার মাহফিলে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক ত্যাগী নেতাকর্মীরা বলেন, ‘এমন একজন মানুষকে দলীয় অনুষ্ঠানে হাজির করে সাংসদ বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেইমানি করেছেন। একজন নাশকতার মামলার আসামি ধানের শীষ প্রতীকের নির্বাচিত কট্টর আওয়ামী বিদ্বেষী মেয়রকে ইফতার মাহফিলে হাজির না করলেই পারতেন।’

উল্লেখ্য, এর আগেও সদর সাংসদ মীর মোস্তাক আহমেদ রবির বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে দহরম-মহরম সম্পর্কের খবর জেলায় বেশ চাউর আছে।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা