মুম্বাই হামলার মূলহোতা হাফিজের ৩৩ বছরের কারাদণ্ড

পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তাইয়েবার প্রতিষ্ঠাতা ও মুম্বাই হামলার মূলহোতা হাফিজ সাইদকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সন্ত্রাসবিরোধী আদালত।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানায়, কারাদণ্ডের পাশাপাশি হাফিজ সাইদের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়।
এ ছাড়া, হাফিজ যে মাদ্রাসা এবং মসজিদ নির্মাণ করেছেন তাও দখলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
২০১৯ সালে প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র সফরের আগে হাফিজকে গ্রেপ্তার করা হয়। তখন এক টুইটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দশ বছর ধরে তল্লাশির পর সাইদকে আটক করা সম্ভব হয়।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার ছক সাজিয়েছিলেন হাফিজ। ওই হামলায় প্রাণ গিয়েছিল ১৬৬ জনের। এ হামলার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
এ মামলায় ২০১৭ সালে, হাফিজ এবং তার চার সহযোগীকে আটক করেছিল পাকিস্তান। কিন্তু পাঞ্জাবের বিচার বিভাগীয় পর্যালোচনা বোর্ড তাদের বন্দিদশার মেয়াদ বাড়াতে অস্বীকার করলে প্রায় ১১ মাস পরে মুক্তি পান তারা।
(ঢাকাটাইমস/০৯এপ্রিল/আরআর)

মন্তব্য করুন