লস এঞ্জেলসে বন্দুকধারীর গুলিতে নিহত ২ আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২২, ১৪:৩১| আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৪:৩৪
অ- অ+

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত এবং পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় সময় রবিবার এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাতে এবিসি নিউজ জানিয়েছে।

লস এঞ্জেলসের কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, লস এঞ্জেলস শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ১৬ কিলোমিটার দক্ষিণে উইলব্রোক সম্প্রদায়ের একটি আবাসিক ব্লকে বিকাল ৪টার দিকে গুলাগুলির ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ১৭ বছর বয়সী এক যুবক এবং একজন প্রাপ্ত বয়স্ক লোক মারা যায়।

শেরিফ লে. ভিনসেন্ট উরসিনি বলেন, যুবকের দেহের উপরের অংশে গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। অপরাধীদের কাউকে এখনো শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আহতদের থেকে পাঁচজন পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকি তিন জনের কারো মারাত্মক জখম হয়নি বলে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে।

আহতদের মধ্যে একজন মহিলা ছিল যে নিজে নিজে হাসপাতালে গিয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

হামলার কারণ সম্পর্কে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে দুটি গাড়ি দেখা গেছে যার মধ্য থেকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের জীবন রক্ষায় আত্মোৎসর্গকারী মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবির শ্রদ্ধা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, নতুন ভর্তি ৩৩১
রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুই জনকে ছাড়পত্র, চারজনের অবস্থা আশঙ্কাজনক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা