ঢাকায় ২৩ ছিনতাইকারী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২২, ১৯:০১
অ- অ+

ঢাকার সায়েদাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকা থেকে ২৩ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত নয়টি সুইচ গিয়ার চাকু, ১০টি চাকু, ১৪ মোবাইল ফোন এবং ছিনতাইকৃত একটি স্বর্ণের চেইন ও নগদ এক হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. হানিফ, মো. রাজা, মো. ইয়াছিন রাব্বি, মো. ফেরদোস রহমান টিটু, সাব্বির, ক্যাপটেন ফাহিম ওরফে ওমর ফারুক, মো. রাজন, মো. রনি, মো. পারভেজ, মো. বাপ্পি, বিপ্লব চন্দ্র হাওলাদার, অন্তর দাস, মো. শামীম, মো. মিরাজ শেখ, মো. সজিব, মো. নাহিদ, মো. মাসুদ, মো. বিল্লাল, মো. পারজে শেখ, মো. আকবর আকন, মো. রানা, মো. হাসান হাওলাদার ও মো. বিল্লাল হোসাইন।

র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত র‌্যাব-১০ এর তিনটি দল পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সাধারন মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ঢাকার সায়দাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ছিনতাইকারী চক্রের ২৩ সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা বেশ কিছুদিন ধরে ঢাকার সায়েদাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে স্বর্ণালংকার, টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা